নিজস্ব প্রতিনিধি :
মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ। ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক সেবনের ফলে যুব সমাজের নৈতিক চরিত্রের অধঃপতন হয়েছে। প্রশাসনের নজরদারীকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসায়ীরা দেদারছে চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা। মাদক থেকে রেহাই পাচ্ছেনা কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত। মাদকের করাল গ্রাসে নিমজ্জিত নগরীর গলাচিপা এলাকার যুব সমাজ। হাত বাড়ালেই মিলছে সকল ধরনের মাদক।
সূত্রে জানা গেছে, নগরীর গলাচিপা এলাকার নতুন মসজিদ সংলগ্ন সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া চুন্নু প্রায় ৭ বছর যাবৎ এলাকায় হেরোইন বিক্রি করে আসছে। এতে করে এলাকার যুবকরা হেরোইনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এ মরন নেশা মাদক বিক্রিতে সহযোগিতা করছে বাড়ির মালিক সিরাজ মিয়া। এছাড়াও এ কাজে সহযোগিতা করছে মাহাবুব, হাবু, লিয়ন। টাকার বিনিময়ে তারা এ কাজে সহযোগিতা করছে বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছে। প্রতিদিন সে কয়েকজন সহযোগীর মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে হেরোইন বিক্রি করে, তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রায় ১৫টি মাদকের মামলা রয়েছে বলে জানায় এলাকাবাসী।
তাই অনতিবিলম্বে মাদক বিক্রেতা চুন্নু, তার শেল্টারদাতা ও বাড়ির মালিক সিরাজ মিয়া সহ সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে গলাচিপা এলাকাবাসী।