• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি,বক্তাবলীতে বিক্ষোভ মিছিল 

     admin 
    10th Jun 2022 1:46 pm  |  অনলাইন সংস্করণ

     

    আজকের তথ্যচিএঃ নিজস্ব প্রতিবেদকঃ

    মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগন। শুক্রবার (১০ জুন) জুমার নামাজের বক্তাবলীর রাধানগর বিসমিল্লাহ মার্কেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মিছিলকারীরা ভারতে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।

    এ সময় বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আবু হাসান,মাওলানা মিজানুর রহমান, রোটারিয়ান মো.নুরুজ্জামান জিকু,মো.আহাম্মদউল্লাহ, মো.সিরাজ মিয়া,মো.ইব্রাহিম,মো.মহিউদ্দিন,মো.রাসেল,মো.নাহিদ,মোহাম্মদউল্লাহ,মো.মিজানুর রহমান,মো.কাশেম,মো.রাহেল,মো.আল আমিনসহ বক্তাবলীর সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান।

    মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে রামনগর বিসমিল্লাহ মার্কেট থেকে লক্ষীনগর,রাজাপুর,বক্তাবলী বাজার হয়ে পুনরায় একইস্থানে সমাপ্তি করা হয়।

    উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দলটির আরেক জ্যেষ্ঠ নেতা দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানায়।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    June 2022
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930