খেলাধুলা:পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদির ‘হবু জামাই’ শাহিন শাহ আফ্রিদি জাতীয় দলে অভিষেকের পর থেকেই সব আলো নিজের করে নিয়েছেন। এরই মধ্যে সব ফরম্যাটে নিজেকে অবিচ্ছেদ্য হিসেবেও গড়ে তুলেছেন এই স্পিডস্টার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ধ্বংসাত্মক বোলিং করে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পান এই পেসার।
পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম সেরা এ পেসারকে ‘শুভেচ্ছা দূত’ করেছে পাখতুনখোয়া (কেপি) পুলিশ বিভাগ। এছাড়া সম্মানসূচক ডিএসপি হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করবেন শাহিন আফ্রিদি। পুলিশ ও জনগনের মধ্যে সু-সম্পর্ক স্থাপনেও অগ্রণী ভূমিকা পালন করবেন তিনি।
পেশোয়ারে সোমবার (৪ জুলাই) এক অনুষ্ঠানে তাকে এমন সম্মাননা দেওয়া হয়। এ সময় আফ্রিদি খাইবার পুলিশের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
আফ্রিদি বলেন, তার বাবা কেপি পুলিশের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার ভাইও বর্তমানে কেপির পুলিশ বিভাগে চাকরি করছেন। পুলিশের চাকরিকে ‘থ্যাঙ্কলেস জব’ হিসেবে উল্লেখ করেন তিনি।পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ২৪টি টেস্টে উইকেট নিয়েছেন ৯৫টি। এছাড়া ৩২ ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ৬২টি। আর ৪০টি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৪৭টি।
Array