admin
01st Jun 2023 8:43 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই টালমাটাল পাকিস্তান। এরই মধ্যে দেশটির জনগণের জন্য দুঃসংবাদ দিলো জাতিসংঘ। সংস্থাটি বলছে, আগামী ছয় মাসের মধ্যে পাকিস্তানসহ বিশ্বের ২২টি দেশ চরম খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী ছয় মাসের মধ্যে পাকিস্তান ছাড়াও বিশ্বের আরও ২১টি দেশের খাদ্য সংকট বাড়বে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এ অবস্থায় সাধারণ মানুষের জীবন ও জীবনযাত্রা বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে আহ্বান জানায় প্রতিষ্ঠান দুটি। চলতি বছরের জুন থেকে শুরু নভেম্বর পর্যন্ত চলমান এ সংকট আরও বাড়বে এমনই পূর্বাভাস।
‘তীব্র খাদ্য সংকটের পূর্ব সতর্কতা’ শিরোনামে একটি প্রতিবেদনে সংকটের ঝুঁকি বাড়বে এমন ১৮টি হটস্পট চিহ্নিত করেছে ডব্লিউএফপি ও এফএও। এই ১৮টি হটস্পটের মধ্যে মোট ২২টি দেশ অন্তর্ভুক্ত।
এই ২২টি দেশের মধ্যে সর্বোচ্চ ঝুঁকির দেশ হিসেবে আফগানিস্তান, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনকে তালিকাবদ্ধ করা হয়েছে। এই তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে হাইতি, বুরকিনা ফাসো, মালি ও সুদানকে।
এছাড়া উচ্চ ঝুঁকির দেশগুলোর তালিকায় রয়েছে মধ্য আফ্রিকান রিপাবলিক, ইথিওপিয়া, কেনিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, সিরিয়া এবং মিয়ানমার। পাশাপাশি এই তালিকায় পাকিস্তানের নামও উঠে গেছে নতুন করে। হটস্পটে থাকা অন্যান্য দেশগুলো হলো লেবানন, মালাবি, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস এবং নিকারাগুয়া।