• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তল্লায় গাজায় ইজরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

     admin 
    20th Oct 2023 1:13 pm  |  অনলাইন সংস্করণ

    তল্লায় গাজায় ইজরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    আজকের তথ্যচিএ:
    যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। এখন সেখানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একের পর এক হামলা করে গাজা নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সকোনে ছোট ছোট বাচ্চারা রয়েছে তকারদের যেভাবে হত্যা করছে এটা কোন ভাবে মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের হত্যা করছে আমরা চুপ করে কেনা থাকবো। মুসলমানরা দুর্বল নয় তা তারা যখন জেগে উঠবে তখন কিন্তু আপনারা ঠিক থাকতে পারবেন না। অথচ তাদের বিরুদ্ধে পশ্চিমারা কোনো কথা বলছে না। বরং ইসরাইলিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনে হামলায় সহযোগিতা করছে। বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়। আমরা তাদের এ অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে বৃহত্তম ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সভা অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী হামলার প্রতিবাদে বৃহত্তম তল্লায় তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল করে। শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদে খানপুরে তল্লা বড় মসজিদ এলাকায় ভিবিন্ন সমজিদ থেকে এস সকলে জমায়েদ হন ও ভিক্ষোভ মিছিল করে। এসময় ‘আল্লাহু আকবার’ ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ স্লোগানে সমুখরিত হয়ে উঠে তল্লা এলাকা।
    এসময় উপস্থিত ছিলেন, তল্লা বড় জামে মসজিদ এর ইমাম মূফতি ওরম ফারুক, সবুজভাগ কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম জোনায়েদ খানপুরি, আবু বকর সিদ্দিক রাঃ জামে মসজিদ এর ইমাম মাওলানা মাহমুদুল হাসান সাগর, তল্লা ছোট মসজিদ এর ইমাম মূফতি আনোয়ার হোসেন, বাইতুল মোবারক জামে মসজিদ এর ইমাম মূফতি মোহতাছিন, হাফেজ মহিবুল্লা ও তল্লা সাধারন পাঠাগার এর সহ-সভাপতি মাহাবুবুর রহমান স্বপন সহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    October 2023
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031