কেরানিগঞ্জে বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ, কারাদণ্ড একজনের ।
আজকের তথ্যচিএ : নিজস্ প্রতিবেদক :
কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, একজনকে কারাদণ্ড
তিতাস গ্যাসের জোন-৫, জিঞ্জিরার আওতাধীন চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) এই অভিযান চালানো হয়।
অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তাস্থ ‘আল মদিনা রেস্টুরেন্ট’ এবং নামবিহীন ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪৫ ফুট পাইপ অপসারণ করা হয়েছে এবং মো. সফিক উল্ল্যাহ (বয়স: ৩৪ বছর) কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কম্প্রেসর ১টি, এমএস পাইপ ২৫ ফুট, হোস পাইপ ২০ ফুট ও দ্বিমুখী চুলা ১টি। জেলা প্রশাসন, ঢাকা ও উপজেলা প্রশাসন, কেরাণীগঞ্জকে অবহিত রেখে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ডিজিএম, মেঢাবিবি, তিতাস গ্যাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে জব্দকৃত মালামাল ব্যবস্থাপক, বিক্রয় প্রকৌশল, জোন- ৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এর জিম্মায় দেওয়া হয়েছে।
Array