• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইউক্রেনের আরও একটি শহরে ঢুকে পড়েছে রুশ সেনা 

     admin 
    29th Mar 2022 3:41 am  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক:ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে স্লাভুতিচ শহরে ঢুকে পড়েছে রুশ সেনা। শহরের হাসপাতালের দখল নিয়েছে তারা। প্রায় ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকা দেশের মানুষ এখনও জমি আঁকড়ে।এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। স্লাভুতিচের মেয়রের এক ডাকে শহরের মূল স্কোয়ারে হাজির হন শত শত বাসিন্দা। ‘শত্রুপক্ষকে’ তাদের অবস্থান বুঝিয়ে দিতে এই প্রতীকী প্রতিবাদ। বিক্ষোভস্থলে স্লোগান ওঠে, ‘‘স্লাভুতিচ ইউক্রেনের। ইউক্রেনের গর্ব।’’ পিছনে ভেসে ওঠে বোমার আওয়াজ। লিভিভে রকেট হামলাও চালায় রাশিয়া। গতকাল রোববার পোল্যান্ডে আসেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। এমন সময়ে সেখান থেকে মাত্র ৪৫ মাইল দূরত্বের শহরে রকেট হামলা তাৎপর্যপূর্ণ। কাল স্লাভুতিচের মেয়র ফেসবুকে লিখেছিলেন, ‘‘আমাদের বাহিনী সাহসের সঙ্গে, নিঃস্বার্থ ভাবে লড়ে চলেছে। কিন্তু ওদের সমান শক্তি আমাদের নেই। দুর্ভাগ্য, আমাদের কাছে শুধু মৃতদেহ!’’ গতকাল রোববার সকালে স্লাভুতিচ দখলের খবর মেলে। তার মধ্যেই শহরবাসীকে বিক্ষোভে নামার ডাক দেন মেয়র। তবে শোনা যাচ্ছে শহরের দখল নেওয়ার পরেই মেয়রকে অপহরণ করেছে রুশ বাহিনী। ধীর ধীরে কিয়েভের দিকে এগিয়ে চলেছে রুশ সেনা’। স্লাভুতিচের খবর পাওয়ার পরপরই কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো গতকাল রোববার রাত থেকে সোমবার ভোর ৭টা পর্যন্ত রাজধানীতে কার্ফু জারির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকায় পরে সেই পরিকল্পনা বাতিল করেন। ইউরোপের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকের শেষে গতকাল রোববার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-এ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ও প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সেই রেজনিকোভের সঙ্গে বৈঠক করলেন বাইডেন। প্রথমে ট্রেনে ও তার পরে তিন ঘণ্টা গাড়িতে করে পোল্যান্ডে এসেছিলেন দুই মন্ত্রী। পোল্যান্ডের শরণার্থী শিবিরেও যান বাইডেন।

    Array
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৪:২৭
    জোহর ১২:০৫
    আসর ৪:২৯
    মাগরিব ৬:২০
    ইশা ৭:৩৫
    সূর্যাস্ত: ৬:২০ সূর্যোদয় : ৫:৪২

    আর্কাইভ

    March 2022
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031